এনজেপিতে সন্ত্রাসের বিরুদ্ধে ডেপুটেশন বিজেপির

রাজ্যে বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করে দিতে চাইছে বর্তমান শাসকদল। এই অভিযোগ লাগাতার করে আসছে বিজেপি। রাজ্যে একের পর এক বিজেপি কর্মীর খুন এবং এনজেপির এই ঘটনার প্রতিবাদে আজ শিলিগুড়ি ৬ নং মন্ডল বিজেপি কমিটির পক্ষ থেকে এনজেপি থানায় স্মারকলিপি দিল শিলিগুড়ির বিজেপি নেতা কর্মীরা। কিছুদিন আগেই শিলিগুড়ির এনজেপি এলাকায় তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। মারামারি, ভাঙচুরের সঙ্গে আহত ও হয়েছেন বেশ কয়েকজন । অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছিল এনজেপি স্টেশন এলাকা। গ্রেপ্তার হয় তৃণমূল থেকে বিজেপিতে আসা প্রসেনজিৎ রায় ।

আজ সন্ত্রাসের বিরুদ্ধে এবং এনজেপির এই ঘটনার প্রতিবাদে এনজেপি থানায় মিছিল করে ডেপুটেশন দিল বিজেপি কর্মী-সমর্থকরা । এদিন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগরওয়াল সহ অন্যান্য কার্যকর্তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *