এক পায়ে করব বাংলা জয়, দু’পায়ে হবে দিল্লি জয়: মমতা

আগামী লোকসভা নির্বাচনের লড়াইয়েরও কার্যত যেন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলির চুঁচুড়ার সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এক পায়েই যা আমি করছি, একটা পায়ে বাংলা জয় করব। আরেকটা পায়ে দিল্লি জয় করতে হবে।’ উল্লেখ্য, ক’দিন আগে তৃণমূল কংগ্রেসের তরফে মোদীকে নিশানা করে একটি টুইটে উল্লেখ করা হয়েছিল, ‘আপনাকে বারাণসীতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’ যার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষের সুরে বলেছিলেন, বারাণসী থেকে লড়বেন দিদি’।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে অ-BJP দলগুলোর সঙ্গে জোট বেঁধে কার্যত ঝাঁপিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনিশের লোকসভা নির্বাচনের মুখে BJP বিরোধী দলগুলোর রীতিমতো মুখ হয়ে উঠেছিলেন মমতা। যদিও শেষ পর্যন্ত বিপুল ভোটে জিতে মসনদে বসে মোদী সরকার। এদিকে, একুশে নির্বাচনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উল্লেখ করে বলা হয়েছে, ‘বাংলার মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। ২০২৪ সালে নিজের জন্য কোনও সুরক্ষিত আসন খুঁজে নিন। কারণ আপনাকে বারাণসীতে কঠিন চ্যালেঞ্চের মুখে পড়তে হবে।’এরপরই বাংলায় ভোট প্রচারে এসে মমতাক বিঁধে মোদী বলেন, ‘দিদি বাংলার বাইরে জায়গা খুঁজছেন। বারাণসী থেকে লোকসভা ভোটে লড়বেন দিদি। বারাণসীর মানুষ কিন্তু আপনাকে বহিরাগত বলবেন না।’ অন্যদিকে, BJP-কে নিশানা করে মমতা আরও বলেন, ‘গুজরাটিরা বাংলা শাসন করবে না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *