গুয়াহাটির নুনমাটিতে প্রকাশ্য দিবালোকে শুক্রবার ঋতুপর্ণ পেগুকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডির হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
নুনমাটির একটি দোকানে সামান্য তর্কাতর্কি, ফলস্বরূপ মারপিট, পরিণতি খুন । পাঁচজন মিলে ঋতুপর্ণকে নির্মম ভাবে হত্যা করেছিল।যুবক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে আসাম পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। দিনদুপুরে মহানগরীতে সংঘটিত হওয়া এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ।
নিসৃংশ হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর নুনমাটি এলাকার মিসিং সংস্থা ও স্থানীয় জনগণ রাস্তায় নেমে ঋতুপর্ণ পেগুর উচিত বিচারের দাবি জানান । বিক্ষোভকারীরা নুনমাটি থানা ঘেরাও করে দোষীদের কঠোর শাস্তি প্রদান করা তথা ফাঁসির দাবিও জানান। ফাস্ট ট্রাক আদালতের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান উত্তেজিত জনতা । সরকারের তরফ থেকে ঋতুপর্ণের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করার দাবিও জানান উত্তেজিত জনতা ।