নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনাভাইরাস সংক্রমণ। বাড়াচ্ছে উদ্বেগ। করোনার কয়েকদিনের দৈনিক আক্রান্তের সংখ্যা চিন্তায় রাখছে চিকিৎসকদের। মৃতের সংখ্যাটাও বাড়ছে। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৮৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৩ জনের।
উদ্বেগ বাড়ছে নতুন করে
