জাতীয় গড়ের তুলনায় বাংলায় বেকারত্বের হার অনেকটাই বেশি। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। গত বছর মে’র পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বেকারত্বের হার ৪৫ বছরে সর্বাধিক হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, গত মাসে ভারতের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাত শতাংশ। গত মাসে সেই হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের মতে, সেজন্য করোনাভাইরাস পরিস্থিতি এবং লকডাউন অনেকাংশে দায়ী। চলতি বছর মে থেকে অগস্টের মাসের মধ্যে প্রায় ছ’কোটি মানুষ কাজ হারিয়েছেন।