উত্তরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ।


গত দুইতিনসপ্তাহ ধরে উত্তরবঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তরে সংক্রমণ সংখ্যা পৌঁছে যাচ্ছে তিন অঙ্কের ঘরে। যা রীতিমত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তর ও রাজ্য প্রশাসনের কাছে। গতকালও আক্রান্তের সংখ্যা সরকারিভাবে তিনশো, মৃত তিন। উত্তরবঙ্গের শিলিগুড়ি ,মালদা,কোচবিহারে সংক্রমণের হার অত্যধিক। সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে গ্রামাঞ্চলেও।শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগারা, বাগডোগরা,নকশালবাড়ি এলাকাতেও প্রতিদিন করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। কোচবিহারেও মেখলিগঞ্জ,হলদিবাড়ী, এবং জলপাইগুড়িতে যেভাবে করোনা সংক্রমণ ঘটছে,তাতে লকডাউনের ফল মিলবে কিনা সন্দেহ।উল্লেখ্য দুই সপ্তাহ ধরে উত্তরবঙ্গের একাধিক শহর লকডাউনের আওতায় এসেছে।
তবে শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর সদস্য শংকর বাবু জানিয়েছেন লকডাউন বিফলে যাবে না।এখনই হয়তো সংক্রমণ কমবে না।কিন্তু কয়েকদিনের মধ্যে সংখ্যাটা নিচে নামবে বলে আশাবাদী শঙ্করবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *