উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি


দশমতম উত্তরবঙ্গ উৎসব শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে। উৎসব চলবে দশ তারিখ পর্যন্ত ।এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্যের পর্যটনমন্ত্রী জানান যে উত্তরবঙ্গ উৎসব নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে। সূত্রের খবর এই উৎসবের দার্জিলিং জেলার দায়িত্বে থাকছেন পর্যটনমন্ত্রী। এদিন মন্ত্রী জানান দার্জিলিং সমতলে শিলিগুড়ি আর বিধাননগর দুটি জায়গায় এবার উৎসব হচ্ছে। শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের প্রথম দিন এবং দ্বিতীয় দিন অর্থ্যাৎ এক এবং দুই তারিখ ।বিধাননগরে হচ্ছে দুই এবং তিন তারিখ।

জানা গেছে অনুষ্ঠান শুরু হওয়ার প্রথম দিনে একটি সভা যাত্রা বের হবে মাল্লাগুড়ি থেকে। গৌতম দেব জানিয়েছেন শিলিগুড়ি এবং বিধাননগরের পাশাপাশি দার্জিলিং এবং কালিমপঙ এ এই উৎসব হচ্ছে।শিলিগুড়িতে এই উৎসবের প্রথম দিনে থাকবেন সঙ্গীত শিল্পী সোমলতা, এবং দ্বিতীয় দিন থাকবেন অদিতি মুন্সি।পাশাপাশি আঞ্চলিক লোকশিল্পী, গায়করাও থাকবেন। এদিন তৃণমূল নেতা সুপ্রকাশ রায়, রঞ্জন সরকারকে পাশে বসিয়ে মন্ত্রী জানিয়েছেন পঁচিশ তারিখ ফের একবার বৈঠক করে উৎসবের রূপরেখা চূড়ান্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *