কোভিড আবহে উত্তরবঙ্গ উৎসবও এবার হবে নমো নমো করে। জানা গেছে এবার উত্তরবঙ্গ উৎসবের সূচনায় থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন উত্তরবঙ্গ উৎসব এবার জাঁকজমক ভাবে হবে না। থাকছে না বসে আঁকো প্রতিযোগিতা। কোভিডের বিষয়টিকে মাথায় রেখে এবার অনুষ্ঠানে কাটছাট করে উৎসব পালিত হবে।তবে উত্তরের সমস্ত জেলাতেই এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এনিয়ে উত্তরের সমস্ত জেলার আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় বৈঠকে বসেন মন্ত্রী ।
মন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতে এবার উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হবে । উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতি নিয়ে আজ রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যাতে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন এসজেডিএর চেয়ারম্যান বিজয় বর্মণ, সাংসদ শান্তা ছেত্রী এবং উত্তরবঙ্গের আটটি জেলার জেলা শাসক , পুলিশ সুপার এবং জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিকেরা । বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, প্রতি জেলার জেলা সদর ও আদিবাসী অধ্যুষিত এলাকায় উত্তরবঙ্গ উৎসব হবে। বহিরাগত শিল্পীদের না এনে স্হানীয্ শিল্পীদের দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। আটটি জেলার নয্ জন বিশিষ্ট ব্যক্তিকে বঙ্গ রত্ন সম্মান দেওয়া হবে। উত্তরবঙ্গ উতসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে শিলিগুড়িতে ।