ইস্ট-ওয়েস্ট হাইওয়ে করিডরের কাজ আটকে জমির অভাবে

কলকাতা: আবারও রাজ্যে আটকে গেল জাতীয় সড়কের পরিকাঠামো তৈরির কাজ৷ জাতীয় সড়ক মন্ত্রালয় সূত্রে খবর, রাজ্যে বন্ধ করা হতে পারে ইস্ট-ওয়েস্ট হাইওয়ে করিডরের কাজ। ইস্ট ওয়েস্ট হাইওয়ে করিডর, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্প দুটি ভাগে বিভক্ত। শিলচর থেকে পোরবন্দর অবধি ইস্ট-ওয়েস্ট করিডর বানানোর কাজ শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী এই প্রকল্পের কাজের সূচনা করেছিলেন। রাজ্যে এই প্রকল্পের বাজেট ১৮০০ কোটি টাকা।

এই প্রকল্পের প্রথম অংশ ধূপগুড়ি থেকে সালসাবাড়ি ও দ্বিতীয় অংশ হল ফালাকাটা থেকে সালসাবাড়ি। এন এইচ এ আই’য়ের জেনারেল ম্যানেজার আর পি সিং জানিয়েছেন, “জেলাশাসকদের একাধিক বার জমির বিষয়ে বলা হয়েছে। আমরা বহু বার আলোচনা করেছি। যদিও সমস্যার সমাধান হয়নি এখনও অবধি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *