বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে গণতন্ত্র বাঁচাও বিক্ষোভ কর্মসূচি পালন হলো ইসলামপুরে । এই দিন ইসলামপুরের বরহট এলাকা থেকে জাতীয় সড়ক হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় ।তাদের অভিযোগ সরকারের দ্বারা বরাদ্দ রেশন সাধারণ মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছচ্ছে না এবং তাদের দলের সদস্যদের অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে । এছাড়াও চোপড়া, হেমতাবাদ, ইটাহারে বিভিন্ন ঘটনায় পুলিশি নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
তবে এই বিক্ষোভ মিছিল মহকুমা শাসকের দপ্তরে ঢোকার পূর্বেই ইসলামপুর থানার বিশাল পুলিশ তাদের আটকে দেয়। তবে কেউ তাদের দমাতে পারেনি পুলিশ তাদের আটকানোর পর তারা মাটিতে বসে বিক্ষোভে দেখানো শুরু করে । সূত্রের খবর, মহকুমা শাসক এর সাথে দেখা করে গণতন্ত্র রক্ষার দাবিতে ডেপুটেশন ও জমা দেন তারা ।এই মিছিলে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি দোলা মোদক, উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদিকা শিউলি চক্রবর্তী সহ
প্রায় দুই শতাধিক বিজেপি সমর্থক মহিলারা।