ইডিআইআই-এর পিজিডিএম-ই প্রোগ্রাম

আঁত্রেপ্রিনারশিপ এডুকেশন, রিসার্চ, ট্রেনিং ও ইনস্টিটিউশন বিল্ডিংয়ের একটি ন্যাশনাল রিসোর্স ইনস্টিটিউট হিসেবে সুপরিচিত আঁত্রেপ্রিনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (ইডিআইআই), আমেদাবাদ। এপর্যন্ত ১৭৩০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে ইডিআইআই, যাতে তারা আঁত্রেপ্রিনিউরিয়াল ক্যারিয়ারের পথে এগিয়ে যেতে পারে। প্রসঙ্গত, এইসব শিক্ষার্থীদের ৭৮ শতাংশ সফল আঁত্রেপ্রিনার ও সোস্যাল চেঞ্জ লিডার হতে সক্ষম হয়েছে। বাকিরা কর্পোরেট সেক্টর বা অ্যাকাডেমিকসে কর্মজীবন শুরু করেছে অথবা উচ্চতর পড়াশোনায় নিয়োজিত রয়েছে।

আঁত্রেপ্রিনারশিপ এডুকেশনের সুপরিচিত শিক্ষায়তনইডিআইআই-এর ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলিতে আছে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট-আঁত্রেপ্রিনারশিপ (পিজিডিএম-ই) এবং আঁত্রেপ্রিনারশিপ অ্যান্ড ভেঞ্চার ডেভেলপমেন্ট (আইইভি)। দুই বছরের শিক্ষাক্রমের শেষে শিক্ষার্থীরা এক কার্যকর প্রোজেক্ট রিপোর্ট নিয়ে প্রস্তুত হয়ে যায়। ইডিআইআই তাদের প্রয়োজনীয় ফলো-আপ সাপোর্ট জোগায়, যাতে তারা তাদের নিজস্ব বিজনেস অপর্চুনিটি অনুসারে চলতে সক্ষম হয় এবং উত্তম ও ব্যবহারযোগ্য বিজনেস প্ল্যান গড়ে নিতে পারে। ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা ৫ বছরের পারস্পেক্টিভ গ্রোথ প্ল্যান সহকারে প্রস্তুত হতে পারে।

ইডিআইআই-এর শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হয়েছে – প্রোসিডিয়োর, ফর্মালিটি, লিগাল অ্যাসপেক্ট, মার্কেট, বিজনেস এনভায়রনমেন্ট, স্কিল অফ ম্যানেজিং পিপল, মানি, মেটেরিয়াল, অ্যাপ্টিচ্যুড টু টেক ক্যালকুলেটেড রিস্কস, কুইক ডিসিশন ইত্যাদি। বিভিন্ন সফট স্কিলস, যেমন কমিউনিকেশন স্কিলস, নিগোশিয়েশন, নেটওয়ার্কিং, ইন্টার-পার্সোনাল রিলেশনশিপ, লিডারশিপ ইত্যাদি রয়েছে এগুলির প্রেক্ষাপটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *