আলিপুরদুয়ারে চাবাগানে শ্রমিক বিক্ষোভ

আলিপুরদুয়ারে তপসিখাতা এলাকার এক চাবাগানে আজ বিক্ষোভ দেখাল বাগানের শ্রমিকরা। জানা গেছে চা-বাগানের শ্রমনীতির বিরুদ্ধে গিয়ে মালিকপক্ষ জোর করে চাবাগানের শ্রমিকদের বেশি বেশি চাপাতা তোলার জন্য চাপ দিচ্ছে ।অন্যথায় হাজিরা কেটে নেওয়ার হুমকি দিয়েছে বাগানের মালিকপক্ষ ।

শ্রমিকদের অভিযোগ যেখানে অন্য চাবাগানের শ্রমিকদের শ্রমদপ্তরের নির্দেশমতো দৈনিক ২৫ কেজি চাপাতা তোলে সেখানে ওই বাগানে শ্রমিকদের দিনে ৪০কেজি চাপাতা তোলার জন্য জোর দিচ্ছে । তাদের আরো অভিযোগ শুধু বেশি চাপাতা তোলাই নয় ওই চাপাতা তুলে পরিষ্কার করে দেওয়ারও জন্য চাপ দিয়েছে বাগানপক্ষ। দৈনিক ৪০ কেজি পাতা তুলতে না পারলে হাজিরা কেটে নেওয়ার হুমকি দেয় বলে সূত্রের খবর। বাগানের মালিকপক্ষের এই নির্দেশিকায় বিরুদ্ধে তাই এদিন সমস্ত মহিলা ও পুরুষ শ্রমিক চাবাগানে গেটের বাইরে বিক্ষোভ দেখায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *