অ্যান্টিজেন টেস্ট শুরু করছে কলকাতা শহরের পুরসভা

কলকাতা: শহরের বুকে নয়া পদ্ধতিতে করোনা টেস্ট শুরু করছে কলকাতা পুরসভা। মিলেছে আইসিএমআর-এর অনুমতি। নাম অ্যান্টিজেন টেস্ট। প্রতিটি বরোতে হবে র‌্যানডম সোয়াব টেস্ট বা লালারসের নমুনা পরীক্ষা। বরোর কো-অর্ডিনেটরদের সেই সেন্টার বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, বিভিন্ন সংক্রামিত এলাকা, বাজার, বস্তি, বিভিন্ন শ্রমিক আবাসন, ঘিঞ্জি এলাকাকে অ্যান্টিজেন টেস্টের জন্য প্রাধান্য দেওয়া হবে। প্রতিদিন টেস্টের পরিমাণ বাড়বে, সেই লক্ষ্যমাত্রা নিয়েই এগচ্ছেন পুর-আধিকারিকরা।

প্রতি সপ্তাহে একটি করে ওয়ার্ডে টেস্ট হবে। একটি স্ট্রিপে ১০ জনের লালারসের নমুনা ফেলে পরীক্ষা হবে। কিন্তু, সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা রিপোর্ট পাওয়া যাবে। আপাতত, প্রতিটি বরোকে প্রতিদিন ৫০টি করে টেস্ট কিট দেওয়া হবে। সেক্ষেত্রে একেকটি কিটে ১০ জনের লালারসের নমুনা পরীক্ষা করা সম্ভব। ফলে প্রতিদিন একটি অঞ্চল বা ওয়ার্ড থেকে প্রায় ৫০০ জনের লালারসের নমুনা পরীক্ষা করা যাবে। নতুন পদ্ধতিতে আধঘণ্টার মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *