অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিবহন পরিষেবা বন্ধ রাখছে বাগডোগরা এয়ারপোর্ট এর ট্যাক্সি চালকরা

আগামী ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য যাত্রী পরিবহন পরিষেবা বন্ধ রাখছে বাগডোগরা এয়ারপোর্ট এর ট্যাক্সি চালকরা। জানা গেছে তাদের দাবিগুলি দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় অবশেষে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন গাড়ির মালিক এবং ড্রাইভাররা। ট্যাক্সি চালকদের অভিযোগ, করোনাকালীন সময়ে যেহেতু আট নয়মাস গাড়ি চলে নি তাই প্রশাসনকে ট্যাক্সের টাকা মুকুব করতে হবে। এবং ভাড়া বৃদ্ধি করতে হবে। কিন্তু উল্টে পুলিশ ফাইন করছে।এতে ক্ষুব্ধ হয়ে ট্যাক্সী চালকরা উত্তরবঙ্গ দার্জিলিং সহ সিকিমেও পরিষেবা বন্ধ রাখছে। যতদিন পর্যন্ত প্রশাসন তাদের দাবি মানবে না ততদিন পর্যন্ত তারা এই হরতালের সিদ্ধান্ত নিয়েছে।

তাদের দাবি এই সিদ্ধান্তে তাদের পাশে দাড়িয়েছে সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন। আজ সাংবাদিক সম্মেলন করে গাড়ির মালিকরা জানিয়েছেন এনিয়ে তাদের পর্যটনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল ।তিনি আশ্বাসও দেন যে পনের দিনের মধ্যে তাদের দাবি পূরণ হবে ।কিন্তু সে দাবি পূরণ না হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *