বন্দেভারতম-নৃত্য উৎসবের আঞ্চলিক প্রতিযোগিতা

আজাদিকা অমৃত মহোৎসবের অংশ হিসেবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফ থেকে বন্দেভারতম-নৃত্যউৎসবের আয়োজন করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত জেলা স্তরে ডিজিটাল এন্ট্রির আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রসঙ্গত তারই অংশ হিসেবে ৯ ডিসেম্বর থেকে চারটি শহরে শুরু হচ্ছে জোনাল বা আঞ্চলিক স্তরের প্রতিযোগিতা, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বর কলকাতা, ১০ ডিসেম্বর মুম্বাই, ১১ ডিসেম্বর ব্যাঙ্গালুরু, এবং সব শেষে ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে আঞ্চলিক স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষীলেখি বলেন, এই কর্মসূচির লক্ষ হল-এক ভারত শ্রেষ্ঠ ভারত-এর চেতনায় সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

জোনাল পর্যায়ের প্রতিযোগিতায় জুরি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যাক্তিরা । ১৩ ডিসেম্বর জোনাল ইভেন্ট  প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষিত হবে। এ পর্যন্ত জোনাল পর্যায়ে ২০৫টি দল থেকে ২৫০৭ জন নৃত্যশিল্পীকে শর্ট লিস্টেড করা হয়েছে। এর মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ে ৪৮০জন সেরা নৃত্যশিল্পীকে নির্বাচিত করা হবে। যারা প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পারফর্ম করবেন। উল্লেখ্য, পাঁচ দিনের ব্যবধানে ২১টি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে রাজ্য-স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৩০২টি দলের মোট ৩৬২২ জন নৃত্যশিল্পী এই রাজ্য-স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *