বাইরে থেকে কর্মী সমর্থক আনার অভিযোগ যেন পিছু ছাড়ছে না উপ নির্বাচনে তৃণমূলের, পাঠানের রোড শোয়ের আগেই সাফাই জেলা সভাপতির। সোমবার রাজ্যের ছয়টি উপ নির্বাচনের প্রচার অভিযানের শেষ দিন, আলিপুরদুয়ার জেলার মাদারি হাট বিধানসভা উপ নির্বাচনে মূলত দ্বিমুখী লড়াই হচ্ছে রাজ্যে এবং কেন্দ্রের শাসক দলের মধ্যে,যদিও আসনটি গত বিধানসভা নির্বাচনে বিজেপির দখলে ছিল, এবারে গেরুয়া শিবিরের কাছ থেকে আসনটি ছিনিয়ে আনতে মরিয়া তৃনমূল কংগ্রেস।
যে কারনে ইতিমধ্যেই রাজ্যে নেতৃত্ব সমেত পাশের জেলা জলপাইগুড়ি, এবং দার্জিলিং সমতলের তৃণমুল নেতৃত্ব জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে, তবে এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে ওঠে আসছে মাদারি হাট বিধানসভা উপ নির্বাচনে তৃণমুল কংগ্রেস দলের সাংগঠনিক দুর্বলতার কথা, বিরোধী দলের কটাক্ষ,বাইরের নেতা কর্মী সমর্থকদের এনে হেবী ওয়েট প্রচারকদের মিছিল মিটিং , রোড শোতে ভিড় বাড়াচ্ছে তৃণমুল।
যদিও সোমবার তৃণমুল সাংসদ ইউসুফ পাঠানের রোড শো শুরু হবার আগে আলিপুরদুয়ার জেলা তৃণমুল কংগ্রেস দলের সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, মাদারি হাট বিধানসভা উপ নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত, আমরা অঞ্চল ভিত্তিক প্রচার করছি স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে বাইরে থেকে কোনো তৃনমূল কর্মী সমর্থক আনা হচ্ছে না।