ধরনায় বসতে পারবেন, মিললো অনুমতি

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নৈহাটিতে এই ইস্যুতে মিছিলের অনুমতি প্রদানের পর নিউটাউনে কারিগরী ভবনের সামনে ধরনার অনুমতি মামলায় বিশেষ মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

তিনি বলেন, ‘গোটা রাজ্য জুড়ে মিছিল আর ধরনা, রাজ্যের কী হবে! আরজি করের ঘটনার প্রেক্ষিতে এগুলো হচ্ছে বুঝতে পারছি। সেই কারণে আদালতও অনুমতি দিচ্ছে’। উচ্চ আদালতের আরও পর্যবেক্ষণ, ‘আরজি করের ক্ষেত্রে নানান জায়গায় হচ্ছে। তবে এখানে কারণটা আলাদা। আর এটা ভিন্ন ইস্যু’।

ভরদ্বাজের পর্যবেক্ষণ, নিউটাউনের ওই অঞ্চল একেবারে ফাঁকা। তাই সময় বেঁধে দিয়ে অনুমতি প্রদান করা যায়। আগামী ১৮ সেপ্টেম্বর এবং ১৯ সেপ্টেম্বর দুপুরে নিউটাউনের কারিগরী ভবনের সামনে নিজেদের দাবি আদায়ের জন্য ধরনা বসতে পারবেন মামলাকারীরা। অবশ্য হাইকোর্টের তরফ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে।