চিন্তা বাড়িয়ে এবার বাড়তে পারে ডালের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে টমেটোর পর এবার থেকে ডালের দামও বাড়তে পারে অনেকাংশে। এর আগে ১০ শতাংশ দাম বেড়েছে ডালের।

সম্প্রতি সামনে এসেছে Ministry of Statistics and Programme Implementation-এর পরিসংখ্যান। সেই পরিসংখ্যান অনুযায়ীই ভারতের consumer price index এর জুন মাসে মূল্যস্ফীতি ছিল ৪.৮১ শতাংশ। বিগত তিন মাসে এটাই সর্বোচ্চ। মুদ্রাস্ফীতির অংকের দিকে তাকিয়ে বিশেষজ্ঞদের ধারণা ডালের দাম আরো বাড়তে পারে।

বাজারে সবজি আগুনমূল্য হওয়ার পর থেকেই সেখানে হাত দেওয়া যাচ্ছেনা। পটল, ঝিঙে, বেগুন, টমেটোর পাশাপাশি কাঁচা লঙ্কা র দামও বেড়েছে অস্বাভাবিকহারে। সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার জন্য অনেকেই দায়ী করছেন আবাহাওয়ার পরিবর্তন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *