ভোটের মুখে মজুরির দাবিতে পথ অবরোধে চা বাগানে শ্রমিকরা।দীর্ঘ দিন ধরে মজুরি পাচ্ছে না এই অভিযোগ তুলে নিউডুয়ার্স ও চুনাভাটি চা বাগানের শ্রমিক দ্বারা জলপাইগুড়ি বানারহাট LRP মোড় (হাই রোড) অবরোধ। ঘটনাস্থলে পুলিশ।শ্রমিকদের দাবি যতক্ষণ না পর্যন্ত জয়েন্ট বিডিও আসছেন ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলবে।
ভোটের মুখে মজুরি দাবিতে পথ অবরোধে চা বাগানে শ্রমিকরা
