আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র। শৈশব থেকে শুরু করে তার প্রভাব পড়েছে ক্রমেই। কিন্তু, ইন্টারনেটের যুগে জটেশ্বর শিব মেলায় দেখা মিলেছে শৈশবের স্মৃতি জড়ানো কাঠের খেলনা গাড়ি। আর এই কাঠের বিভিন্ন জিনিস বিক্রি করেই সংসার চলে রতন দাসের।
দীর্ঘ ৩৬ বছর ধরে নিজে হাতেই কাঠের খেলনা গাড়ি, ঠাকুরের আসন, হাতা, খুন্তি, লবনদানি সহ অনেককিছুই তৈরি করে বিক্রি করেন জটেশ্বরের বাসিন্দা রতন দাস। কাঠশিল্পী রতন দাস জানান, “প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতা রয়েছে। তবুও আমরা হাল ছেড়ে দিইনি।”
জানা গিয়েছে, শিব রাত্রিকে ঘিরে প্রতি বছর মেলা বসে জটেশ্বর গোরুহাটি ময়দানে। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বহু মানুষ জটেশ্বরের শিব মেলা দেখতে হাজির হন প্রতিদিন।