মধ্যবিত্তের স্বস্তি দিয়ে দাম কমল ইলিশ, মুরগি, কাঁচালঙ্কার

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। শ্রাবণের প্রারম্ভে বাঙালির জন্য সুখবর কমতে শুরু করেছে ইলিশ মাছের দাম।

৫০০ থেকে ৬৫০ টাকার মধ্যে ইলিশ মাছের দাম ঘোরাফেরা করছে দমদম, নাগেরবাজার, এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বাজারগুলিতে। তবে এগুলির ওজন ৩৫০ থেকে ৪৫০ গ্রামের মধ্যে। এর থেকে বড় সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে ৭০০ টাকার কাছাকাছি দামে। ওজন বেশি হলে দাম বাড়ছে ইলিশ মাছের।

গত মঙ্গলবার ৩০ টনের কাছাকাছি ইলিশ মাছ বিক্রি হয়েছে দীঘার মোহনায়। পাশাপাশি আরও ১০ টন ইলিশ ট্রলারে করে আসে সমুদ্রের পাড়ে। এই ইলিশগুলি ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ছে। অন্যদিকে, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে মুরগির মাংস বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। পাশাপাশি খানিকটা হলেও কমেছে কাঁচালঙ্কার দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *