নয়া উদ্যোগে তেলের দাম বেশ খানিকটা কমতে পারে

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার মুকেশ আম্বানি সাহায্য করবেন কেন্দ্রীয় সরকারকে।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত সস্তায় অপরিশোধিত তেল কিনছিল রাশিয়ার থেকে। প্রথমদিকে অপরিশোধিত তেল সস্তায় পাওয়া গেলেও বর্তমানে সেই ছাড় কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আগে ব্যারল প্রতি রাশিয়া ১০ ডলার করে ছাড় দিলেও, বর্তমানে ৮ ডলার করে ছাড় দিচ্ছে।

এই অবস্থায় কেন্দ্রীয় সরকার দেশের সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে একত্রে কাজ করতে বলছে। যাতে জ্বালানি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় পাওয়া যায় সেই দিকটি খতিয়ে দেখতে বলা হচ্ছে। এই অবস্থায় মুকেশ আম্বানি রাশিয়া থেকে সরকারি সংস্থাগুলিকে তেল কিনতে সাহায্য করবেন বলে জানা যাচ্ছে।