শুভমন গিলকে কেন জরিমানা খেতে হল?

গুজরাত মঙ্গলবার আইপিএলে চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছে। শুভমন গিলকে অধিনায়ক হিসাবে আইপিএলে প্রথম হারের মুখ দেখতে হয়েছে। ম্যাচের পর তিনি আরও চাপে মুখে পড়েছেন। তাঁকে ১২ লাখ টাকা আইপিএলের তরফে জরিমানা করা হয়েছে। দলের মন্থর ওভার রেটের জন্যই জরিমানা হয়েছে। এক বিবৃতিতে আইপিএল পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এ বারের প্রতিযোগিতায় শুভমনের এটা প্রথম অপরাধ বলে সর্বনিম্ন জরিমানা হয়েছে। আগামী দিনে একই অপরাধের ক্ষেত্রে বাড়তে পারে জরিমানার মাত্রাও। ফলে সাবধানে থাকতে হবে শুভমনকে।

ঘরের মাঠে মুম্বইকে গত রবিবার হারিয়ে যাত্রা শুরু করেছিল গুজরাত। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ২০২২-এর বিজয়ীরা মুখ থুবড়ে পড়েছে। গুজরাত দাঁড়াতেই পারেননি চেন্নাইয়ের বিরুদ্ধে। বল হাতে দুশোর উপর রান হজম করা তো বটেই, ব্যাট হাতেও কেউ প্রতিরোধ গড়তে ব্যর্থ। শুভমন নিজেও ব্যাট হাতে কিছু করতে পারেনি। উল্টো দিকে, রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবের ইনিংসে ভর করে ২০৬ রান তোলে চেন্নাই। পরে বল হাতে বাজিমাত করেন মুস্তাফিজুর রহমান, দীপক চাহারেরা।