কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি? রাজ্যের কাছে তলব হাই কোর্টের তরফে

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একের পর এক আইনি জটে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একেই সিবিআই-এর খাঁড়া, তার উপরে গাড়িতে লাল বাতি জ্বালিয়ে আদালতের প্রশ্নের মুখে তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। কেন অনুব্রতর গাড়িতে লাল বাতি?

এ বিষয়ে এবার রাজ্য সরকারের কাছে জবাব তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ৷ বরাবরই নিজের গাড়িতে লাল বাতি ব্যবহার করে এসেছেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ কিন্তু, কোনও নেতার ব্যক্তিগত গাড়িতে লাল বাতি লাগানোর অধিকার নেই।

এই অভিযোগে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ আদালতের তরফ এদিন রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়। রাজ্যে কারা কারা লাল বাতির গাড়ি ব্যাবহার করেন। গাড়িতে কালো কাঁচ ব্যাবহারের ক্ষেত্রে কি কি বিধিনিষেধ রয়েছে. কারা গাড়িতে কালো কাঁচ ব্যাবহার করেন।

কাদের কাছে লালবাতির গাড়ি এবং কালো কাঁচ ব্যাবহারের অনুমোদন রয়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারকে। ১ আগস্টের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *