WHO জানাল ঠিক কবে করোনার ভ্যাকসিন আসতে পারে

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি Covid-19 ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় সাফল্যের পরে বিশ্বজুড়ে করোনার হাত থেকে দ্রুত মুক্তি পাওয়ার আশা জেগে উঠেছে৷ তবে বিশ্ববাসী কবে নাগাদ ভ্যাকসিন পেতে পারে এ নিয়ে WHO খুব তাড়াহুড়োতে রাজি নয়৷ কারণ, একাধিক পরীক্ষার পরে নিরাপদ ভ্যাকসিন দরকার৷ তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে৷ হু জানাচ্ছে, প্রথম ভ্যাকসিন ২০২১-এর আগে আশাই করা উচিত নয়৷ ২০২১ সালের শুরুর দিকে করোনা ভ্যাকসিন আশা করতে পারে বিশ্ববাসী৷ WHO-এর এমার্জেন্সি প্রোগ্রামের এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান জানাচ্ছেন, ভ্যাকসিনের সুষম বণ্টনের জন্য কঠোর পরিশ্রম করছে বিশ্বস্বাস্থ্য সংস্থা৷ ভ্যাকসিন তৈরি ও বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে৷ কারণ এটা বিশ্ববাসীর ভালর জন্য৷ অতিমারি ধনী, গরিব ভেদাভেদ করে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *