বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই তিমধ্যেই নিয়োগ মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রকাশ করেছে সিবিআই। সেখানে অত্যন্ত সুচারুভাবে উল্লেখ করা হয়েছে ‘জনৈক’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।
মিডিয়ার কাছেও অত্যন্ত সুকৌশলে পৌছে দেওয়া হয়েছে ওই চার্জশিটের সঙ্গে জমা করা একটি অডিয়ো ক্লিপের ট্রানস্ক্রিপ্ট। সিবিআই-এর দেওয়া ওই চার্জশিট প্রকাশ্যে আসতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর অভিযোগ এমন সুকৌশলে সেটা প্রকাশ করা হয়েছে, যাতে ইঙ্গিতটা তাঁর মক্কেলের দিকেই যায়। আইনজীবী সঞ্জয়ের কথায়, ওই চার্জশিটে অন্যান্য যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হয় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, তা নাহলে তাঁদের পদ উল্লেখ করা হয়েছে। অথচ অভিষেকের নামের আগে-পরে কিছুই লেখা নেই। তাই সঞ্জয়ের দাবি, এই জনৈক অভিষেক মালদার বাসিন্দা কোনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হতে পারেন।