কোথায় কোথায় হচ্ছে পুনর্নির্বাচন

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব যেন ক্রমশ্যই রূপ নিয়েছে বিভীষিকার। এই পরিস্থিতিতেই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফের ভোট হবে রাজ্যের একাধিক বুথে।

চরম অশান্তির বলি প্রায় ৩০টি তাজা প্রাণ। উঠেছে একে অপরের উপর দোষারোপের ঝড়। বিরোধীদের দাবি এর মূলে রয়েছে রাজ্যের শাসক। শাসক দলের সেই আবেদনকে মান্যতা দিয়েই এবার পুনর্নিবাচনের ঘোষনা করল নির্বাচন কমিশন। ২২ টি জেলার মোট ৬৯৭টি বুথে ফের হতে চলেছে নির্বাচন। আজ

পুরুলিয়া – ৪, নদিয়া – ৮৯, মুর্শিদাবাদ – ১৭৫, পশ্চিম মেদিনীপুর – ১০, বীরভূম – ১৪, জলপাইগুড়ি – ১৪, উত্তর ২৪ পরগণা – ৪৬, আলিপুর দুয়ার – ১, হাওড়া – ৮, দক্ষিণ ২৪ পরগণা – ৩৬, পূর্ব মেদিনীপুর – ৩১, কুচবিহার – ৫৩, উত্তর দিনাজপুর – ৪২, দক্ষিণ দিনাজপুর – ১৮, মালদা – ১১০, পূর্ব বর্ধমান – ৩, পশ্চিম বর্ধমান – ৬, বাঁকুড়া – ৮, হুগলি – ২৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *