কবে থেকে খুলবে স্কুল

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে তীব্র দাবদাহের জেরে গত ২২ এপ্রিল রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি ঘোষণা করে রাজ্য সরকার।

এর মাঝেই গরমের ছুটি নিয়ে সামনে এল বিরাট আপডেট। অনুমান করা হচ্ছে আগামী ৩ জুন থেকেই হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলে যেতে পারে। এদিকে ইতিমধ্যেই গরমের ছুটি বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি উঠতে শুরু করে দিয়েছে।

সম্প্রতি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফ থেকে বিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। দুই শিক্ষক সংগঠনের তরফ থেকে বয়াল হয়েছে, এক দফায় এত দীর্ঘ ছুটি না দিয়ে এবার বিদ্যালয়গুলি খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। কয়েকদিন পর যদি অত্যধিক গরম পড়ে তখন নাহয় আবার ছুটি দিয়ে দেওয়া যাবে।