WhatsApp – এর নতুন ফিচার্স

ফিচার্সে পরিবর্তন, নতুনত্বের ছোঁয়া। এবার আরও একটি দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির হচ্ছে WhatsApp। নতুন এই ফিচার্সের নাম Search the web। এই নতুন ফিচার্সে কোনও WhatsApp ইউজার, তাঁর কাছে আসা মেসেজের সত্যতা যাচাই করে দেখতে পারবেন। এই ফিচার্স পেতে গেলে সর্বপ্রথম WhatsApp-এর এক্কেবারে লেটেস্ট ভার্সনটি আপডেট করতে হবে। একবার আপডেট করা হয়ে গেলেই চ্যাটে একটি ম্যাগনিফাইং গ্লাস আকারের বাটন নজরে আসবে। সেই বাটনে ক্লিক করলেই WhatsApp-এ আসা কোনও মেসেজ সরাসরি ওয়েবে ক্যাচ করে নেবে। সেখান থেকেই ইউজারেরা লিংকটির সত্যতা যাচাই করতে সক্ষম হবেন। সংস্থার তরফে জানানো হয়েছে যে, খুব শিগগিরই তা ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে নিয়ে আসা হবে।

সূত্রের খবর, নতুন এই ফিচার্স সবেমাত্র রোল আউট করতে শুরু করেছে WhatsApp। ভুয়ো খবরের রমরমা সারা বিশ্বে যে হারে বাড়ছে, মূলত সেই দিকটা সামলাতেই নতুন ব্যবস্থায় হাঁটতে বাধ্য হয়েছে Facebook-এর এই সংস্থা। বিশেষজ্ঞদের মতে, এর ফলে যেমন ভুয়ো মেসেজ শেয়ার করা, ফরোয়ার্ড করা কমবে, তেমনই আবার মানুষ নিজেই ধারণা করে নিতে পারবেন কোন খবরটা ঠিক আর কোনটা ভুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *