WhatsApp থেকে কি ভাবে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করবেন ?
১) আপনার ফোনে (1800224344) নম্বরটি গ্যাস সিলিন্ডার বুকিং-এর নামে বা আপনার সুবিধা মত নামে সেভ করে নিন । আর 7588888824 নম্বরটি হবে ইন্ডেন গ্যাসের ক্ষেত্রে।
২) নম্বরটি সেভ করা হয়ে গেলে ওই নম্বরে রেজিস্টার্ড নম্বর ( যেটা বুকিং এর জন্য দেওয়া আছে ) থেকে WhatsApp-এ ‘Hi’ লিখে মেসেজ পাঠাতে হবে।
৩) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর তরফ থেকে কনফার্মেশন মেসেজ পাওয়ার পর গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য WhatsApp-এ ‘1’ অথবা ‘BOOK’ লিখে পাঠিয়ে দিতে হবে (1800224344)-এই নম্বরে।
৪) এর পর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর তরফ থেকে গ্যাস সিলিন্ডার ডেলিভারির তারিখ জানিয়ে বুকিং কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন গ্রাহক।
ইন্ডেন গ্যাসের ক্ষেত্রেও এই WhatsApp-এ বুকিংয়ের পরিষেবা আগেই চালু হয়েছে।ইন্ডেন গ্যাসের সিলিন্ডার বুকিং-এর নম্বরটি হল (7588888824)।