কি উপসর্গ সংক্রমণের নতুন রূপের

প্রতি নিয়ত রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ। প্রকাশ্যে আসছে একের পর এক নতুন রূপ। করোনার নয়া প্রজাতি নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। দৈনিক আক্রান্তের সংখ্যা একদিকে যেমন বেড়েছে, অন্যদিকে মৃত্যু নিয়েও একটা বয় থেকে যাচ্ছে। ভারত সহ ইউরোপের একাধিক দেশ, আমেরিকা, সব জায়গায় এই প্রজাতির বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। এরই মাঝে নতুনভাবে আতঙ্ক সৃষ্টি করেছিল ‘স্টেলথ ওমিক্রন’। এখন জানা গেল, এই প্রজাতি আরটিপিসিআর টেস্টকেও ফাঁকি দিচ্ছে, ধরা পড়ছে না। তাহলে কী ভাবে বোঝা যাবে এর উপসর্গ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইতিমধ্যে ৫৭ টি দেশে ছড়িয়ে পড়েছে এই নয়া প্রজাতি। কিন্তু অনেক ক্ষেত্রেই কেউ বুঝে উঠতে পারছেন না যে তিনি ‘স্টেলথ ওমিক্রন’ আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসে আক্রান্ত হলে মূলত পেটের সমস্যা দেখা যায়। অন্য করোনার হানার মত শ্বাসযন্ত্র বা ফুসফুসের সমস্যা হয় না। আবার এটিকে পিসিআর পরীক্ষাতেও ধরতে পারা মুশকিল। তাহলে কোন উপসর্গে বোঝা যাবে এই প্রজাতি? তাও অবশ্য জানা গেল। তথ্য মিলেছে, এই প্রজাতিতে আক্রান্ত হলে মূলত বমিভাব, অম্বল, পেটে ব্যাথা, ডায়েরিয়ার মত উপসর্গ দেখা দেবে। আপাত দৃষ্টিতে যা মারাত্মক ক্ষতিকর মনে না হলেও পড়ে তা বড় আকার ধারণ করতেই পারে এই প্রজাতির জন্য তা স্পষ্ট করে দেওয়া হচ্ছে।  

গবেষণায় জানা গিয়েছে, এটি আসলে ওমিক্রনের নয়া সাব-স্ট্রেন। এর নাম দেওয়া হয়েছে বিএ.২। গত ডিসেম্বর মাসে এই নয়া স্ট্রেনের খোঁজ মিলেছিল। তারপর থেকেই আতঙ্ক যে আরও মারাত্মক কিছু প্রজাতি হয়তো ছড়াতে পারে বিশ্বজুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল যে, ওমিক্রনের মোট তিনটি সাব-স্ট্রেন রয়েছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে যত ওমিক্রন সংক্রমণ হয়েছে, তার মধ্যে থেকে দেখা গিয়েছে যে ৯৯ শতাংশই বিএ.১ সাব-স্ট্রেন। এখন আবার বিএ.২ নিয়ে আতঙ্ক সৃষ্টি হল। ভারতেও এই স্ট্রেন সংক্রমণ ছড়াতে পারে বলে ইতিমধ্যেই সতর্ক করে দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, এই স্ট্রেনের কারণ অল্প সময়ই হু হু করে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। তাই বিজ্ঞানী এবং চিকিৎসকরা ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করতে বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *