নরেন্দ্র মোদীকে নিয়ে বিয়ের কার্ডে কী লিখলেন যুবক ?

কর্নাটকের এক যুবক বিয়ের কার্ডে নরেন্দ্র মোদীকে নিয়ে লিখেছিলেন মোদীকে ভোটে জেতালেই, সবথেকে বড় উপহারটা দেওয়া হবে।  লোকসভা ভোটের আবহে এমন কার্ড সামনে আসতেই বিধি ভাঙার অভিযোগ তুলে অভিযোগ দায়ের করা হয় জাতীয় নির্বাচন কমিশনে। এরপরই মহা বিপাকে পড়তে হয় নতুন বরকে।

দক্ষিণ কন্নড়ের পুত্তুর তালুকের বাসিন্দা শিবপ্রসাদ ওরফে রবি। ১৮ এপ্রিল তাঁর বিয়ে হয়। তিনি নরেন্দ্র মোদীর ভক্ত। বিয়ের আমন্ত্রণ পত্রে তাই ছাপিয়েছিলেন, ‘আরও একবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করলে সেটাই হবে এই নবদম্পতির জন্য সেরা উপহার।’১৪ এপ্রিল ওই যুবকের বাড়িতে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা  তদন্তের জন্য। ওই যুবকের বক্তব্য, তিনি মোদীর প্রতি ভালবাসা থেকেই এমনটা করেছেন। তখন রবির বিয়ের আর মাত্র তিনদিন বাকি ছিল। তিনি জানান, ৭৫০টি কার্ড বিলিও করা হয়ে গিয়েছে। তবে এটা নির্বাচনী বিধি ভাঙার সমান, তা মানতে চাননি তিনি।

এই বিষয়ে যুবকের বক্তব্য যে, ১ মার্চের আগে এই কার্ড ছাপানো হয়ে যায়। তখনও ভোট ঘোষণা হয়নি, নির্বাচনী আচরণ বিধিও বলবত হয়নি। তেলঙ্গনার হায়দরাবাদেও সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটে। এক দম্পতি তাঁদের বিয়ের কার্ডে নরেন্দ্র মোদীর ছবি ব্যবহার করেছিলেন। সেই কার্ডেও লেখা ছিল মোদীকে জেতালে তা সেরা উপহার হবে।