দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে দিঘার জন্য। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে দিঘাকে।
পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি করা হচ্ছে নতুন মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির গড়ে তুলছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এবার দিঘার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। জানা যাচ্ছে এবার মসজিদ গড়ে উঠবে সমুদ্র নগরীতে।
উলেমা-ই হিন্দের পক্ষ থেকে দিঘায় মসজিদ তৈরির দাবি জানানো হয়েছে। প্রতি বছর অসংখ্য মুসলিম পর্যটক দিঘায় বেড়াতে আসেন। নামাজ পড়ার উপযুক্ত জায়গা না থাকায় সমস্যায় পড়েন তারা। তাই অনেকেই মনে করছেন একটি মসজিদ তৈরি হলে এই সমস্যার সমাধান হবে। শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তানবির আফজল এই বিষয়ে মুখ খুলেছেন।