বাজারে তরমুজের দাম নিয়ে চিন্তিত তরমুজ চাষিরা

দাম না পেয়ে তরমুজের খেতে শয়ে শয়ে তরমুজ বিক্রির অভাবে খেতেই নষ্ট হচ্ছে তরতাজা মিষ্টি জলে পরিপূর্ণ এই  ফলটি। বাজারের লোকাল তরমুজ আসলেও লাভের মুখ একেবারেই দেখতে পাচ্ছেন না তরমুজ চাষীরা। ফলে হতাশার ছবি দেখছেন তারা। কয়েকদিন আগে তরমুজের দাম আগুন ছোঁয়া ছিল।

কিন্তু বর্তমানে ময়নাগুড়ি জলপাইগুড়ি সহ তিস্তার বিভিন্ন জায়গা থেকে তরমুজ বাজারে আসলেও এর দাম অনেকটাই তলানিতে থেকেছে। কেজি প্রতি বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ টাকা দরে। আবার কিছু কিছু বড় আকৃতির তরমুজ বাজারে বিক্রি হচ্ছে কুড়ি টাকা পার পিস। ফলে একদিকে যেমন লাভের মুখ দেখছেন না তরমুজ চাষিরা। এখন তাই জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এখন দায়িত্ব তরমুজ বিক্রি হচ্ছে তিন থেকে চার টাকা দরে।

কিছু কিছু তরমুজ ১০ টাকা পার পিস হিসেবে ও বিক্রি হচ্ছে। আবার বড় আকৃতি তরমুজগুলো বাজারে বিক্রি হচ্ছে কুড়ি টাকা দরে। তাই সব মিলিয়ে লোকাল তরমুজ চাষীরা এই বছর লাভের মুখ একেবারেই দেখতে পেলো না বলে তারা বলছেন।