সক্রিয়তা বাড়ায় জারি হলো সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে আবার সক্রিয়তা বাড়ছে জঙ্গিদের। নানা রকম হুমকি মিলছে তাদের তরফে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চিন থেকে জঙ্গি হামলার ভয় থেকেই যায়। সেই নিয়ে সর্বদা সতর্ক থাকে দেশের গোয়েন্দা মহল। কিন্তু এবার এই দুই দেশ নয়, প্রতিবেশী বাংলাদেশ থেকে এল সন্ত্রাসের ইঙ্গিত। সেই কারণে বাংলা সহ মোট সাতটি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আসলে বাংলাদেশের জামাত জঙ্গি গোষ্ঠী নিয়ে চিন্তায় রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, বাংলা-সহ সীমান্তবর্তী চার রাজ্যকে জামাত জঙ্গিরা করিডর হিসাবে ব্যবহার করছে। গোয়েন্দাদের কাছে এই খবর আসতেই তারা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। তারপরেই বাংলা তো বটেই অসম, ত্রিপুরা, মেঘালয় সহ একাধিক রাজ্যকে সতর্ক বার্তা পাঠিয়েছে তারা। গোয়েন্দাদের অনুমান, এইসব রাজ্য দিয়ে দেশে প্রবেশ করে জামাত জঙ্গিরা দক্ষিণের রাজ্যে চলে যাচ্ছে। সেখানের রাজ্য তামিলনাড়ু, কর্ণাটকে ঘাঁটি বানাচ্ছে তারা।

বিষয় হল, দক্ষিণের বহু রাজ্যে বাংলার শ্রমিকরা কাজ করেন। মূলত পরিযায়ী শ্রমিকের সংখ্যা সেই সব রাজ্যে বেশি। আর বাংলার মানুষে ভাষা এবং বাংলাদেশিদের ভাষা হুবহু এক না হলেও মিল আছে প্রচুর। তাই দক্ষিণের মানুষ দুই দেশের ভাষার তফাৎ করতে পারেন না সব সময়। বুঝতে পারেন না কে বাংলার এবং যে বাংলাদেশের। তাই দক্ষিণের রাজ্যের জামাত জঙ্গিরা আশ্রয় নিচ্ছে বলে মনে করছে গোয়েন্দারা।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সতর্ক বার্তা পাঠানোর পাশাপাশি বেশ কিছু কড়া নির্দেশ পর্যন্ত দিয়েছে। বাংলাদেশ থেকে আসা নাগরিকদের ওপর বিশেষভাবে নজর রাখার কথা বলা হয়েছে। এমনিতেই চিকিৎসার জন্য দক্ষিণের রাজ্যগুলিতে অনেক মানুষ আসেন বাংলাদেশ থেকে। তাই স্বাভাবিকভাবে তাদের মধ্যে থেকে জঙ্গি খুঁজে বের করা শক্ত কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *