ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন (ভিআইএফ) ‘উওমেন অফ ওয়ান্ডার’ নামক একটি কাহিনী-সংকলন প্রকাশের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করল। প্রকাশিত গ্রন্থটিতে ১৭ জন উদ্যোগী নারীর কাহিনী সংকলিত হয়েছে, যারা নানা বাধাবিপত্তি অতিক্রম করে তাদের নিজস্ব ব্যক্তিস্বাধীনতা অর্জন করে সমাজে উপযুক্ত স্থান করে নিতে পেরেছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে গ্রন্থটি প্রকাশ করেছেন বৃন্দা স্বরূপ (প্রাক্তণ সচিব, স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি, মিনিস্ট্রি অফ এডুকেশন ও প্রাক্তণ সচিব, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, ভারত সরকার), অরুণা শর্মা (প্রাক্তণ আইটি সেক্রেটারি), শিরীন ভান (ম্যানেজিং এডিটর, সিএনবিসি-টিভি১৮), পি বালাজি (চিফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, ভিআইএল ও ডিরেক্টর, ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন) এবং ড. নিলয় রঞ্জন (হেড, ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন) ।
এই উপলক্ষে, ভিআইএফ-এর বিভিন্ন সোস্যাল প্রোগ্রামের দ্বারা উপকৃত মহিলাদের সংবর্ধনা প্রদান করা হয়, যারা ব্যক্তিগত, সামাজিক ও আর্থিক বাধা অতিক্রম করে সাফল্য অর্জন করেছেন এবং অন্যদের জন্য প্রেরণার উৎসস্থল হতে পেরেছেন।