একদিনের জন্য দর্শনার্থীরা যেতে পারবেন মঠে

বাড়তে থাকা করোনা আবহে বেশ কিছু দিন যাবৎ বন্ধ রয়েছে মঠের দরজা। তবে এবার দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী চব্বিশে জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠের দরজা। যাবতীয় করোনা বিধি মেনে ওইদিন ভক্তরা বেলুড় মঠে ঢুকতে পারবেন। গুরুপূর্ণিমার দিন সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠের দরজা। করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা। তবে করোনা বিধি পালনে জোর দিয়েছে মঠ কর্তৃপক্ষ। বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ, ভজন,  সারদা মা ও স্বামীজিদের বাণী পাঠ করা হবে।

প্রসঙ্গত, করোনা আবহে ২২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বেলুড় মঠ। জানা যায়, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন থেকে ফের বেলুড় মঠের দরজা খোলে সাধারণ দর্শনার্থীদের জন্য। এরপর মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হওয়ায় ফের একবার সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *