এ৫জি নেটওয়ার্কস-এর সঙ্গে ভি’র পার্টনারশিপ

এ৫জি নেটওয়ার্কস-এর সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলার কথা ঘোষণা করল ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড। এই পার্টনারশিপের উদ্দেশ্য, ভারতে ইন্ডাস্ট্রি ৪.০ ও স্মার্ট মোবাইল এজ কম্পিউটিং গড়ে তোলা। বর্তমান ৪জি স্পেক্ট্রাম ব্যবহার করে ভি ও এ৫জি নেটওয়ার্কস একত্রে একটি পাইলট প্রাইভেট নেটওয়ার্ক স্থাপন করেছে মুম্বইয়ে। উল্লেখ্য, ডিজিটাল নেটওয়ার্ক স্থাপনের জন্য ভি বিভিন্ন টেকনোলজি লিডার ও ইনোভেটরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে, যার ফলে বেশকিছু লো ল্যাটেন্সি অ্যাপ্লিকেশন, প্রাইভেট নেটওয়ার্ক, স্মার্ট সিটি ও কানেক্টেড কার প্রকল্প রূপায়ণ সম্ভব হতে পেরেছে।

ভি’র ও এ৫জি নেটওয়ার্কসের সম্পর্কযুক্ত হওয়ার মূল লক্ষ্য হল ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নের বাস্তবায়নের সদিচ্ছা, যা রূপায়িত হবে এ৫জি নেটওয়ার্কসের ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের ৪জি, ৫জি ও ওয়াই-ফাই অটোনমাস সফটওয়্যার ব্যবহারের মধ্য দিয়ে। এ৫জি নেটওয়ার্কস সফটওয়্যার সম্পূর্ণ ‘ক্লাউড-নেটিভ কন্টেনারাইজড সফটওয়্যার’ যা তৈরি হয়েছে হাইব্রিড ও মাল্টি-ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের জন্য।

উভয়ের সম্পর্কের সূত্রে ভি ইতিমধ্যে এ৫জি নেটওয়ার্কসের অটোনমাস কোর সফটওয়্যার ও হোয়াইট বক্স আরএএন এলিমেন্টস ব্যবহার করে মুম্বইয়ে একটি এন্ড-টু-এন্ড প্রাইভেট নেটওয়ার্ক স্থাপন করেছে। এর মাধ্যমে তারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইউজ কেস, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ও লো ল্যাটেন্সি সিনারিও তুলে ধরতে পেরেছে – যা অপারেটর নেটওয়ার্কের সঙ্গে অবাধ পারস্পরিক যোগসূত্রে আবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *