ভি’র ৫জি ‘ভয়েস ওভার নিউ রেডিয়ো’ ক্ষমতা প্রদর্শন

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর, ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভি) এক ঘোষণায় জানিয়েছে, তারা তাদের টেকনোলজি পার্টনার নোকিয়ার সহায়তায় গুজরাটের গান্ধীনগরে ৫জি ট্রায়াল চলাকালীন ৫জি ‘ভয়েস ওভার নিউ রেডিয়ো’ (VoNR) সফল করতে সক্ষম হয়েছে। বাণিজ্যিকভাবে ভিওএনআর সলিউশন চালু হওয়ার পর ভি তাদের গ্রাহকদের ৫জি হাই-ডেফিনিশন ভয়েস এক্সপিরিয়েন্স প্রদান করতে পারবে এবং পরবর্তীকালে অধিকতর উন্নত ভয়েস অ্যাপ্লিকেশন প্রদান করতে সক্ষম হবে।

বর্তমানে ভি সরকার কর্তৃক বরাদ্দকৃত ৫জি স্পেক্ট্রাম দ্বারা গুজরাটের গান্ধীনগরে ও মহারাষ্ট্রের পুনেতে ৫জি ট্রায়াল চালাচ্ছে।ভিওএনআর ট্রায়াল পরিচালিত হয়েছে নোকিয়ার ‘কম্প্রিহেন্সিভ পোর্টফোলিও অফ সলিউশন্স’-এর ভিত্তিতে, যার অন্তর্ভুক্ত রয়েছে এয়ারস্কেল ৫জি আরএএন, ৫জি কোর ও আইপি মাল্টিমিডিয়া সাবসিস্টেম ভয়েস কোর।

প্রসঙ্গত, গান্ধীনগরে এর আগে নোকিয়ার সঙ্গে ৫জি ট্রায়াল চালানোর সময়, ভি ৪ জিবিপিএস-এর বেশি স্পিড অর্জন করতে সক্ষম হয়েছিল এবং ইউনিক কনজিউমার ইউজ কেস প্রদর্শন করেছিল – যেমন এআই-ভিত্তিক ভিআর স্ট্রিমিং, রোলার কোস্টার গেমিং এবং ভিআর কন্টেন্ট প্লেব্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *