নিজের হোম গ্রাউন্ডে কেপটাউনে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছিলেন ডিন এলগার। তিনি দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নামার আগে জানিয়েছিলেন যে, সে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সিরিজ জিততে চায়, আর সেটি জিততে পারলে তাঁর কাছে সেটি বিশ্বকাপ জয়ের মতো হবে।তবে তাঁর সেই ইচ্ছেটা পূরণ হলনা। দুই ইনিংস মিলিয়ে ব্যাটিং-এ ব্যর্থতার কারণে ভারতের কাছে সাত উইকেটে হারতে হল দক্ষিণ আফ্রিকাকে।
তবে ম্যাচ শেষ হতেই নিজের সই করা জার্সি বাঁহাতি ওপেনার এলগারের হাতে তুলে দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।টেস্ট দলের অধিনায়ক টেম্বা বাভুমা চোটের কারণে মাঠের বাইরে থাকার ফলে এলগারের কাঁধেই তুলে দেওয়া হয় ম্যাচের দায়িক্ত। কেপটাউনে দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে এলগারকে আউট করেন মুকেশ কুমার। তবে এলগার আউট হওয়ার পর মুকেশ এবং অন্য প্লেয়ারদের সেলিব্রেশনে নিষেধ করেছিলেন বিরাট।
বরং দারুণ কেরিয়ারের তাঁকে অভিনন্দন জানান ও বিরাট এসে তাঁকে আলিঙ্গনও করেন। এরপর একে একে মুকেশ, বুমরাহ ও সিরাজ এসেও তাঁকে অভিনন্দন জানান।২০১১ সালের পর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ড্র করেছে ভারত। সিরিজে সবচেয়ে বেশি রান এলগারের ও অন্যদিকে গোটা সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন বুমরাহ। এলগার ও বুমরাহকে যুগ্মভাবে সিরিজ সেরার পুরস্কার দেওয়া হলেও বুমরাহ সেটি এলগারকেই রাখতে বলেন।