দীর্ঘ লকডাউনের পর দেশের বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে ‘আনলকিং’ পর্ব আরম্ভ হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকরাও নিজেদের শহর ছেড়ে আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। প্রিপেড টেলিকম গ্রাহকদের অনেকেই লকডাউনের সময়ে নানাকারণে রিচার্জ করতে পারেন নি। ফের কাজে যোগ দেওয়া এইরকম স্বল্প আয়বিশিষ্ট গ্রাহকদের ভারতের ‘ফাস্টেস্ট ৪জি নেটওয়ার্কে’ ফিরিয়ে আনতে দেশের অগ্রণী টেলিকম সার্ভিস প্রোভাইডার ভিআই ৫০ মিনিটের ‘ভিআই টু ভিআই’ কলের সুবিধা ও ৫০ এমবি ডেটা প্রদান করবে বলে ঘোষণা করেছে। ভিআই-এর এই সৌজন্যমূলক সুবিধার মেয়াদ ১৫ দিন, আর তারপর গ্রাহকরা তাদের নিজেদের পছন্দমতো রিচার্জ প্যাক বেছে রিচার্জ করে নিতে পারবেন।
ভিআই-এর দেওয়া আনলক ২.০ অফারের সুবিধা গ্রহণ করা যাবে এইসব উপায়ে – (ক) ভিআই নম্বর থেকে টোল-ফ্রী আইভিআর ১২১১৫৩/ ইউএসএসডি কোড *৪৪৪*৭৫# (খ) এসএমএস-এর মাধ্যমে আসা নির্দেশ পালন করা (গ) নিকটবর্তী রিটেলারের কাছে গিয়ে অফারের সুবিধা চালু করার ব্যাপারে তার সাহায্য নেওয়া।