টিচার্স স্কলারশিপ প্রোগ্রামের দ্বারা উপকৃত শিক্ষকদের সম্মান প্রদর্শনের জন্য শিক্ষক দিবস উপলক্ষে ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ভোডাফোন আইডিয়া টিচার্স ডে কনক্লেভ ২০২১’। ভোডাফোন আইডিয়া টিচার্স স্কলারশিপ প্রোগ্রাম ২০২১-এর বিজয়ীদের সম্মান জানিয়ে ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের তরফে ২২টি রাজ্যের ১১০ জনের প্রত্যেককে ১ লক্ষ টাকার স্কলারশিপ প্রদান করা হয়। এই উপলক্ষে ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন ‘টিচার্স ডায়েরি’ নামে একটি পুস্তকও প্রকাশ করে।
এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টদের মধ্যে ছিলেন: সর্বেন্দ্র বিক্রম বাহাদুর সিং (ডিরেক্টর, এসসিইআরটি ও বেসিক এডুকেশন, উত্তর প্রদেশ), ও এল মান্দলই (অ্যাডিশনাল ডিরেক্টর, আরএসকে, মধ্য প্রদেশ), ড. দেবাঙ বিপিন খাখর (ফর্মার ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুম্বই), পি বালাজি (চিফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, ভিআইএল ও ডিরেক্টর, ভোডাফোন ফাউন্ডেশন)।
প্রসঙ্গত, শিক্ষণ, অনুশীলন ও শিক্ষাদানের ক্ষমতা বৃদ্ধির জন্য ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ‘জিজ্ঞাসা’ এবং ‘নলেজ শেয়ারিং অ্যান্ড এক্সচেঞ্জ’ প্লাটফর্ম ‘গুরুশালা’ যথাযোগ্য ভূমিকা পালন করে চলেছে।