ভোডাফোন-আইডিয়া-র নতুন ট্যারিফ

ভারতের শীর্ষস্থানীয় টেলিকম পরিষেবা প্রদানকারী, সংস্থা হল ভিআইএল অর্থাৎ ভোডাফোন-আইডিয়া লিমিটেড। সরকারের ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বদ্ধ পরিকর ভি অর্থাৎ ভোডাফোন-আইডিয়া । এই কথা মাথায় রেখে ভারতে প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নতুন ট্যারিফ প্ল্যান চালু করার কথা ঘোষণা করল ভি। এই নতুন প্ল্যানগুলি ২৫ নভেম্বর থেকে বাজারে উপলব্ধ হবে।

 ওকলা দ্বারা যাচাই করার পরই এই ট্যারিফ প্ল্যানগুলি লঞ্চ করেছে ভি। ওকলা হল ফিক্সড ব্রডব্যান্ড এবং মোবাইল নেটওয়ার্ক টেস্টিং অ্যাপ্লিকেশনগুলির মাস্টার৷ উল্লেখ্য, এই ট্যারিফ প্ল্যানগুলি ভোডাফোন- আইডিয়া ভারতের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক পরিষেবার মর্যাদা এনে দেবে। যা এআরপিইউ উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে আর্থিক চাপ মোকাবিলায় সাহায্য করবে।   

এছাড়াও ভি সহজ-সরল পণ্য সরবরাহের জন্য গ্রাহকদের কাছে প্রতিশ্রুতি বদ্ধ। ভয়েস এবং ডেটা উভয় ক্ষেত্রেই গ্রাহকরা তাদের প্রয়োজন অনুসারে প্ল্যান নির্বাচন করে সুবিধা উপভোগ করতে পারবেন। ভি-এর এই নতুন ট্যারিফ প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়েব সাইটে( www.myvi.in) দেওয়া আছে যা গ্রাহকদের তথ্য সংগ্রহে বিশেষ ভাবে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *