ভারতে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য ম্যানেজড এসআইপি (এমএসআইপি) সার্ভিস লঞ্চ্ করল ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভিআই বিজনেস। ম্যানেজড এসআইপি (সেশন ইনিশিয়েশন প্রোটোকল) সার্ভিস চালু করার ব্যাপারে ভোডাফোন আইডিয়া লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার অভিজিৎ কিশোর জানান, ভিআই ম্যানেজড এসআইপি সার্ভিসের মাধ্যমে ভিআই বিজনেস ফিক্সড টেলিফোনি সলিউশনসের ক্ষেত্রে ‘সিঙ্গল পয়েন্ট ফ্যাসিলিটেটর’ হয়ে উঠলো। এর দ্বারা বাণিজ্যিক সংস্থাগুলি তাদের সার্বিক ভয়েস ইনফ্রাস্ট্রাকচারের ওপরে আরও বেশিমাত্রায় নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং তাদের গ্রাহক/ইন্টার্নাল স্টেকহোল্ডারদের ভয়েস পারফর্ম্যান্সকে আরও অর্থবহ করতে সক্ষম হবে।
ভিআই-এর ম্যানেজড এসআইপি সার্ভিস দ্বারা সংস্থাগুলি নিরাপত্তার নিশ্চয়তা পাবে, সেইসঙ্গে তাদের ভয়েস ইনফ্রাস্ট্রাকচার’কে মনিটর, মেজার ও অপটিমাইজ করতে পারবে। বেস্ট-ইন-ক্লাস এসএলএ, ভয়েস অ্যানালিটিক্স, কোয়ালিটি স্কোর ও সার্ভিসের কার্যকারিতা উন্নয়নের জন্য কিছু ফিচার্স-সহ এই সার্ভিস ব্যবহারকারী-গ্রাহকদের তাদের ফিক্সড টেলিফোনি নেটওয়ার্কের ওপর পুরো নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে।