ভি বিজনেস ও গুগল ক্লাউড ইন্ডিয়ার চুক্তি

এসএমই ও স্টার্ট-আপদের জন্য কোলাবোরেশন সলিউশন প্রদানের লক্ষ্যে গুগল ক্লাউড ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক-বন্ধন গড়ে তুললো ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভি বিজনেস। এই পার্টনারশিপের উদ্দেশ্য স্মল বিজনেসেস ও তাদের কর্মীদের মধ্যে কার্যকর ও নিরাপদ পন্থায় ফ্লেক্সিবিলিটি ও কানেক্টিভিটি গড়ে তোলা।

বিজনেস অবজেক্টিভ ও এমপ্লয়ি ফ্লেক্সিবিলিটির মধ্যে সমতা বজায় রাখার জন্য গুগল ওয়ার্কস্পেস ভি বিজনেস প্লাস গ্রাহকদের কোনও বাড়তি ব্যয় ব্যতিরেকেই বিভিন্ন প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশন দিয়ে সাহায্য করবে, যেমন গুগল মীট, জিমেইল, ড্রাইভ, শীটস, স্লাইডস, ডকস ও ক্যালেন্ডার।

মাত্র ৩৯৯ টাকা থেকে শুরু মাসিক ব্যয়ে ভি বিজনেস প্লাস গ্রাহকরা তাদের প্ল্যান মিক্স ও ম্যাচ করার মাধ্যমে বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবেন, যেমন রিয়াল-টাইম কোলাবোরেশন ও কমিউনিকেশন, এডিটিং, প্রিভেন্টিং ডেটা লস, ডেটা সিকিউরিটি, ফাইল শেয়ারিং, জিমেইল মেসেজ ডিজিটালি সাইন ও এনক্রিপ্ট করা ইত্যাদি। যেকোনও স্থান থেকে কাজ করার জন্য এন্টারপ্রাইজ ও ওয়ার্কিং প্রফেশনালদের ফ্লেক্সিবিলিটি ও ফ্রীডম প্রদানের মধ্য দিয়ে ভি বিজনেস প্লাস প্ল্যান তাদের এমন সুবিধা দেবে যাতে তারা বিজনেস প্রোডাক্টিভিটি ও এমপ্লয়ি ওয়েলবিয়িং-এর মধ্যে যথাযথ সমতা রক্ষা করতে সমর্থ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *