৫জি স্পিডের ট্রায়ালে ‘ভি’ শীর্ষে

মহারাষ্ট্রের পুণে ও গুজরাটের গান্ধিনগরে ভোডাফোন আইডিয়া লিমিটেড সরকার-বন্টিত ৫জি স্পেকট্রামে ৫জি ট্রায়াল শুরু করেছে। ডিওটি ‘ভি’কে ৫জি নেটওয়ার্ক ট্রায়ালের জন্য ২৬ গিগাহার্টজের মতো এমএমওয়েভ হাই ব্যান্ড বন্টন করেছে, যার সঙ্গে রয়েছে ট্রাডিশনাল ৩.৫ গিগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ডও।

পুণে শহরে ট্রায়াল চালিয়ে ‘ভি’ ৩.৭ জিবিপিএস-এরও অধিক ‘পিক স্পিড’ পেতে সক্ষম হয়েছে। এছাড়া, গান্ধিনগর ও পুণে শহরে ৫জি নেটওয়ার্ক ট্রায়ালে ‘ভি’ ৩.৫ গিগাহার্টজ ব্যান্ডে ১.৫ জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পেয়েছে। এপ্রসঙ্গে, ভোডাফোন আইডিয়া লিমিটেডের সিটিও জগবীর সিং জানান, সরকার-বন্টিত ৫জি স্পেকট্রাম ব্যান্ডে ৫জি ট্রায়ালের প্রাথমিক পর্বে স্পিড ও ল্যাটেন্সির ফলাফল দেখে তারা সন্তুষ্ট। দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক স্থাপণ করে দ্রুততম ৪জি স্পিড প্রদান করা ও ৫জি-রেডি নেটওয়ার্ক তৈরি করার পর তারা এখন নেক্সট-জেন ৫জি টেকনোলজি পরীক্ষা করছেন। এর দ্বারা ভবিষ্যতে গ্রাহকদের জন্য ‘ট্রুলি ডিজিটাল এক্সপিরিয়েন্স’ প্রদান সম্ভব হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *