রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার সেই আনা হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। রেলওয়ের তরফে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষেই ১০ টি বন্দে ভারত পার ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।
কেরলের রুটে চালু করা হবে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। তিরুবনন্তপুরম থেকে স্লিপার ট্রেনটি চালানোর কথা ভাবা হচ্ছে বলে খবর রেল সূত্রে। যদিও ট্রেনের সম্পূর্ণ রুট, অর্থাৎ গন্তব্য স্থল এখনো ঠিক করা হয়নি। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় ১৬০ কিমি। এসি থ্রি টায়ার, এসি টু টায়ার এবং ফার্স্ট ক্লাস এসি কম্পার্টমেন্ট থাকছে ট্রেনে।
মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন বন্দে ভারত স্লিপারে। এর মধ্যে এসি থ্রি টায়ারে সফর করতে পারবেন ৬১১ জন, এসি টু টায়ারে ১৮৮ জন এবং ফার্স্ট ক্লাস এসিতে সফর করতে পারবেন ২৪ জন যাত্রী। শোনা যাচ্ছে, তিরুবনন্তপুরম থেকে ম্যাঙ্গালোর রুটে চালু হতে পারে প্রথম ট্রেন।