টিকা দেওয়া হলো না আজ বেশি কিছু স্বাস্থকেন্দ্রে

একেই করোনার তৃতীয় ঢেউ এর আশঙ্কা এরইমাঝে টান পড়ছে টিকাকরণে। দীর্ঘদিন ধরেই টানাটানি চলছিল কোভ্যাক্সিনের। সেই পরিস্থিতি কিছুটা শিথিল হতেই আবার টান পড়লো কোভিশিল্ডের ভাঁড়ারে। এমনই পরিস্থিতির সৃষ্টি হয় যে বৃহস্পতিবার রাতে কলকাতা পুরসভা জানায়, আজ শুক্রবার ১০২টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৫০টি মেগা সেন্টারে কোভিশিল্ড দেওয়া হবে না। স্বাস্থ্য দফতরের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে থাকা ৭০ হাজার ডোজ় কোভিশিল্ড রাজ্যের অন্যত্র দেওয়ার কথা। এ দিন বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ১৯ লক্ষ ডোজ় কোভিশিল্ড এবং ৮-৯ লক্ষ কোভ্যাক্সিন ছিল। পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ রাতে বলেন, “রাজ্য সরকারের কাছ থেকে আবার কোভিশিল্ড পেলেই ফের তা দিতে শুরু করব।” স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ৩ অগস্ট শেষ বার প্রায় ৩,৭২,০০০ ডোজ় কোভিশিল্ড এসেছিল। আজ, শুক্রবার ছ’লক্ষ কোভিশিল্ড আসার কথা। তবে অন্যদিকে আগামী মাসেই টিকাকরণের সর্বোচ্চ মাত্র  ছোয়ার লক্ষ্য মাত্র নিয়েছে কেন্দ্র সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *