অবশেষে আগামী বছর থেকে শুরু হতে চলেছে ছোটদের টিকাকরণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টিকা পেতে চলেছে শিশুরা। নতুন বছরের শুরু থেকেই চালু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। ৩ জানুয়ারি থেকে করোনা টিকা দেওয়া হবে। সম্প্রতি এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এখন প্রশ্ন যে কোন টিকা দেওয়া হবে ছোটদের। এদিকে আবার বুস্টার ডোজ নিয়েও একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। সেই সব প্রশ্নের উত্তর মিলবে এই প্রতিবেদনে।

দেশে প্রাপ্তবয়স্কদের জন্য একাধিক করোনা টিকা উপলব্ধ হলেও ছোটদের জন্য সেটা নেই। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি অনুমোদন পেয়েছে। কিন্তু দেশের টিকাকরণ কর্মসূচিতে এই ভ্যাকসিন নেই। তাই শিশুদের কোভ্যাক্সিন দেওয়া হবে বলেই জানান হয়েছে। এছাড়া ১০ জানুয়ারি থেকে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধারা থেকে শুরু করে ষাটোর্ধ্ব নাগরিক এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে তারা এই ডোজ পাবেন।

তবে এখন প্রশ্ন, কবে মিলবে এই তৃতীয় ডোজ? জানা গিয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার কমপক্ষে নয় মাস বা ৩৯ সপ্তাহ পরে মিলবে করোনা টিকার এই প্রিকশন বা বুস্টার ডোজ। ৬০ বছরের বেশি যাদের বয়স, তাদের দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ পরে এই ডোজ দেওয়া হবে। সূত্রের খবর, তৃতীয় ডোজের ক্ষেত্রে কোনও মিক্স অ্যান্ড ম্যাচ পদ্ধতি গ্রহণ করা হবে না। অর্থাৎ, যিনি বুস্টার ডোজ নেবেন, তিনি এর আগে যে টিকা নিয়েছিলেন সেই টিকাই তৃতীয়বার নেবেন। অর্থাৎ কোভ্যাক্সিন নিলে কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নিলে কোভিশিল্ড।

আগামী ৩ তারিখ থেকে টিকাকরণ শুরু হওয়ার আগে কো-উইনি অ্যাপে স্কুলের পরিচয় পত্র দেখিয়ে নাম নথিভুক্ত করতে পারবে স্কুল পড়ুয়ারা। আসলে ছোটদের আধার কার্ড বা ভোটার কার্ড না থাকায় প্রশ্ন উঠে গিয়েছিল যে তাদের নথিভুক্ত করার জন্য কী প্রমাণ পত্র লাগবে। অভিভাবকদের একটা চিন্তা ছিল এই বিষয়ে। কিন্তু কেন্দ্রীয় সরকার সব ধোঁয়াশা দূর করে দিয়েছে। এখন স্কুলের পরিচয় পত্র দেখিয়েই নাম নথিভুক্ত করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *