উত্তরকাশীর সুড়ঙ্গের কাজ আবার বন্ধ হল, শ্রমিকদের বার করতে আরও বিলম্ব

সুড়ঙ্গের মাটি কাটার যন্ত্রের মধ্যে সমস্যা দেখা দেওয়ার কারণে ফের থমকে গেল উদ্ধারকাজ। পাশাপাশি, যেই কাঠামোর উপর দাঁড় করিয়ে যন্ত্রটিকে চালানো হচ্ছিল তাতেও দেখা দিয়েছিলো ফাটল। আবার সেই উদ্ধারকাজে নজর রাখতে সুড়ঙ্গের পাশে  তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর অস্থায়ী দফতর।

বুধবার রাতে ধ্বংসস্তূপ খুঁড়তে খুঁড়তে লোহার রড আচমকা সামনে চলে আসে। খননযন্ত্র দিয়ে তা সরানো না গেলেও সেটি বাঁধা পায় উদ্ধারকাজে। এদিন রাতেই উত্তরকাশীর সুড়ঙ্গেরভিতরে ঢুকে পড়েছিল ২১ জন উদ্ধারকারী। জানানো হয়েছিলো, বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বার করে আনা হবে। কিন্তু সেটা করা যায়নি।

জানা গিয়েছে রড কেটে রাস্তা ফাঁকা করতে আরও বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।এ ছাড়াও, একাধিক বার এই সুড়ঙ্গের কাজ বন্ধ রাখতে হয়েছিল। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সংস্থার মাধ্যমে জানানো হয়েছে, ইতিমধ্যে লোহার রড কেটে সরানো গিয়েছে। শ্রমিকদের সঙ্গে আর আটকে পড়া উদ্ধারকারীদের দূরত্ব আর মাত্র ছ’মিটার। ফলে এ বার দ্রুত কাজ শেষ করা হবে বলেই আশাবাদী সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *